রাজ্যের খবর
আবাস যোজনার টাকা দিতে বিশেষ সাইবার সুরক্ষা
Special cyber security for housing scheme payments

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া হবে। ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতি মধ্যেই উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়ার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি সেরে রেখে দিয়েছে রাজ্য সরকার।
কিন্তু তার পাশাপাশি সাইবার সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। এর আগে ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে তদন্তে জামতারা গ্রুপের কথা উঠে আসে। বিষয়টিকে মাথায় রেখেই আবাস যোজনার ক্ষেত্রে বিশেষ সাইবার সুরক্ষা বলয় তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
তাছাড়া বিভিন্ন জায়গায় আবাস যোজনার ক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক একাউন্ট ভেরিফিকেশনের জন্য ক্যাম্প করা হবে বলেই নবান্ন সূত্রে খবর।