মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিশেষ পরামর্শদাতা
Special Adviser to the State Child Protection Commission on Inspection of Malda Medical College and Hospital

Truth Of Bengal : মালদা :- মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায় এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার রাহুল দেব লাহিড়ী, মালদা জেলা শিশু সুরক্ষা আধিকারিক সিবেন্দু শেখর জানা।
এদিন প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ও এমএসবিপি ছাড়াও হাসপাতালের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর মাতৃমা বিভাগে গিয়ে শিশুদের হাল হাকিকত খতিয়ে দেখেন। তার পাশাপাশি শিশুদের মায়েদের সাথে কথা বলেন। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। যদিও আগামী কাল সেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু চিকিৎসকদের এই কর্ম বিরতির জেরে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রায় ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা বলেছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু আজ তার দলেরই এক নেতা তথা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়ের কণ্ঠে শোনা গেল অন্য সুর। আজ হঠাৎ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। মাতৃমা বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করার পর তিনি জানান স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হাসপাতাল। চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবায় কোন বিঘ্নিত ঘটেনি। অবশ্য সেই বিষয়টি নিয়ে কেউ অভাব অভিযোগও করেনি এবং প্রসঙ্গ না ওঠায় আলোচনাও হয়নি সেই বিষয়ে।