রাজ্যের খবর

দক্ষিণ পুড়ছে! ভোট দিতে যাওয়ার আগে দেখে নিন তিন জেলায় কেমন থাকবে আবহাওয়া

The Truth Of Bengal: তাপপ্রবাহ থেকে স্বস্তি নেই বঙ্গবাসীর। তীব্র গরমের মধ্যে শুক্রবার উত্তরের তিন কেন্দ্রে হতে চলেছে ভোট। ভোট হবে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে। গরমের যে দাপট চলছে দক্ষিণে সেই তুলনায় উত্তরে কিছুটা স্বস্তি আছে। তবে দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে প্রায় সব জেলায়। এমন আবহে শুক্রবার ভোট নেওয়া হবে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে। তবে বৃষ্টি কিছুটা চিন্তায় রাখছে দার্জিলিংয়ে।

উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী ৫দিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুধু দার্জিলিং, কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি দু-এক জায়গায়। আগামী কয়েকদিনের এমনই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।

রাজ্যে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে তা এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ। বরং আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলায়। অন্য জেলাগুলির পাশাপাশি ২৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

Related Articles