কলকাতারাজ্যের খবর

তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, কবে বৃষ্টি? কী আশার বানী শোনাচ্ছে হাওয়া অফিস?

South Bengal is burning in the heatwave, when will it rain? What is the message of hope in the wind office?

The Truth Of Bengal :  আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা হিট ওয়েব কন্ডিশন বজায় থাকবে কোথায় কোথায় আবার তীব্র হিট ওয়েভ সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে ও বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েব কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নর্থ বেঙ্গল এর নর্থের জেলাগুলিতে প্রতিদিনই প্রথা না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলা আজ থেকে শুরু করে ২ তারিখ পর্যন্ত এই চার দিন দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা হিট ওয়েভের সতর্কতা রয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৩ তারিখে আবার হলুদ সর্তকতা রয়েছে এই জেলাগুলিতে ইস্ট মেদিনীপুরে আজকাল এবং পরশু হিট ওয়েভ থেকে cbr হিট ওয়েভের সতর্কতা রয়েছে

হাওড়া হুগলি এবং নদীয়ায় ২৯ থেকে দু তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলা সতর্কতা দেয়া হয়েছে মুর্শিদাবাদে আগামী তিনদিন লাল সতর্ক বার্তা দেয়া হয়েছে

নর্থ বেঙ্গলে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ আজ মালদাতে কমলা সতর্কতা দেয়া হয়েছে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এন্ড humid সতর্কতা দেয়া হয়েছে

১ তারিখে দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার ঠান্ডা স্টং উইথ লাইটনিং ছোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।

৫ই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কষ্টের দিকে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই তিনটি জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। পরবর্তী সময় এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুব স্লোলি এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা

Related Articles