রাজ্যের খবর

সারদা ফাইল লোপাট মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু

Soumendu Adhikari

The Truth of Bengal:  সারদা নথি লোপাট সংক্রান্ত মামলায় কাঁথি থানায় হাজিরা দিতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী। গত পরশু সৌম্যেন্দুকে এই মর্মে নোটিস পাঠিয়েছিল পুলিশ। সেই মতো বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সৌম্যেন্দুর আইনজীবী সূত্রে খবর, নোটিস পেয়ে থানায় হাজিরা দিয়েছেন সৌম্যেন্দু। এর আগেও দু’বার তাঁকে একই মামলায় ডেকে পাঠানো হয়েছিল বলে আইনজীবী সূত্রে জানানো হয়েছে।

সূত্রের খবর, সারদাকর্তা সুদীপ্ত সেন কাঁথি পুরসভা এলাকায় একটি জমি কিনে তাতে আবাসন গড়ার পরিকল্পনা নিয়েছিলেন। সেই মর্মে পুরসভা থেকে জমি হস্তান্তরও করা হয়েছিল। পরবর্তী কালে সারদাকর্তা জেলে যাওয়ার পর সেই জমিকে পুরসভা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করে। তবে যে সময় সারদাকর্তার সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল সেই সময় সৌম্যেন্দু চেয়ারম্যান ছিলেন না। পরবর্তীকালে সৌম্যেন্দু এবং তার পর আরও দু’জন পুর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন কাঁথি পুরসভায়।

সৌম্যেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে। যে জমির চুক্তি সংক্রান্ত ফাইল লোপাটের অভিযোগ তোলা হচ্ছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে, সেই চেয়ারে আরও দু’জন বসেছিলেন পরবর্তী কালে। কিন্তু তাঁদের কাউকেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি।’’ অনির্বাণ আরও বলেন, “গত পরশু সৌমেন্দুকে ১৬০ ধারায় সাক্ষী হিসেবে নোটিস দেওয়া হয়েছিল। আজ(বৃহস্পতিবার) বেলা ১২টায় তাঁকে কাঁথি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এ ভাবে শুধুমাত্র সৌমেন্দু অধিকারীকে কেন বারে বারে ডেকে পাঠানো হচ্ছে তা স্পষ্ট নয়। সৌমেন্দু থানায় গেলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

Free Access

Related Articles