ছেলের পাকাবাড়ি থাকা সত্ত্বেও মায়ের ঠাঁই গাছতলায়
Son threw the mother out of the house

The Truth of Bengal: ছেলে থাকেন পাকা বাড়িতে আর মায়ের ঠাঁই হয়েছে গাছের তলায়। এমনই চিত্র ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ৬ নম্বর এয়ার্ডের গম্ভীর নগরে। স্থানীয়দের অভিযোগ, সরকারি আবাসের ঘর পাওয়ার পরেই, মাকে বের করে দিয়েছেন ছেলে। যদিও পুত্রের দাবি, তাঁর মা নিজেই বেরিয়ে গিয়েছেন। ঘাটালের গম্ভীরনগরের বাসিন্দা বছর পঁচাশির গায়ত্রীদেবী। তিনি স্বামীকে হারিয়েছেন বেশ কয়েক বছর আগে। তিন সন্তানকে নিয়েই থাকতেন তিনি। তাঁর দুই সন্তান মানসিক ভারসাম্যহীন। অর্ধাহার, দারিদ্র জীবনেকে সঙ্গী করেই সন্তানদের লালন পালন করেছেন তিনি। কিন্তু জীবনের সায়হ্নে এসে, তাঁকেই হতে হচ্ছে ঘরছাড়া। দিন কাটাতে হচ্ছে গাছের তলায়।
হাউস ফর অল প্রকল্পে পুরসভার একটি বাড়ি পেয়েছেন গায়ত্রীদেবী। সেই বাড়ি এখনও তৈরির কাজ চলছে। কিন্তু প্রায় একবছর ধরে, মানসিকভারসাম্যহীন এক সন্তানকে নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে থাকতেন। কিন্তু তাঁর মেজো পুত্র, তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। মেজো ছেলের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি তৈরির অজুহাত দেখিয়ে, ঘর থেকে বের করে দিয়েছেন মাকে। ক্লাব, প্রতিবেশীর বাড়ি থেকে বর্তমানে গাছের তলায় ঠাঁই হয়েছে মায়ের, তবু ঘরে ফেরানোর চেষ্টাও করেননি তিনি। ছেলের অবশ্য দাবি, তিনি মাকে ঘর থেকে বের করেননি, নিজেই বেরিয়ে গিয়েছেন।
ঘাটাল পুরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলেন্দু মণ্ডলের দাবি, তিনি পুরো বিষয়টি জানেন, কথাও হয়েছে, বাড়ি তৈরি হলেই, ছেলে মাকে নিয়ে যাবেন। যুক্তি, পাল্টা যুক্তি রয়েছে প্রত্যেকের তরফে, আর তার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানবিক বোধ। স্বার্থপরতার জেরে ক্রমশ হারিয়ে যাচ্ছে, আদর্শ, মূল্যবোধ। তাই হয়তো, মানসিকভারসাম্যহীন সন্তানদের নিয়ে এক মাকে এখনও লড়াই চালাতে হচ্ছে, নিজের অধিকারের ভিটের জন্য।