রাজ্যের খবর

টাকার জন্য মাকে বেধড়ক মার ছেলের

Son beats mother for money

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, নরেন্দ্রপুর : মায়ের কাছে থেকে ছেলে টাকা ধার নিয়েছিল। সেই টাকা মা চাইতে গেলে মাকে বেধক মার মারে ছেলে। মা গুরুতর আহত হয়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ছেলেকে টাকা ধার দেওয়াই কাল হল। সেই টাকা চাওয়াতেই মাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তার ছেলে কমল সরদার ও স্বামীর বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের মা সুচিত্রা সরদারের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খুদীরাবাদ প্রণতি পল্লী এলাকায়। অভিযোগ সুচিত্রা সরদার নামে এক মহিলা পরিচারিকার কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি জায়গা কিনে সেখানে ঘর করে থাকতে শুরু করেন স্বামী ও সন্তানদের নিয়ে। এভাবে বেশ কিছুদিন চলার পর ছেলে বিয়ে করে আলাদা থাকতে শুরু করে। কিছুদিন যাওয়ার পর মার কাছে টাকার দাবি করে ছেলে, মা ছেলেকে তার কাজের জন্য ৩০ হাজার টাকা ধার দেয়।

এরপর মা অসুস্থ হলে সেই টাকা ছেলের কাছে চাইতে গেলে কাঠের বাটাম দিয়ে তার নিজের জন্মদাত্রী মাকে বেধড়ক মারধর করে, যার ফলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়, তাকে বাঁচাতে গেলে তার বড় বোনকেও মারধর করে ছেলে। এখন টাকার জন্য চিকিৎসাও করাতে পারছেন না আক্রান্ত মহিলা। এই ঘটনায় ইতিমধ্যেই ছেলে কমল সরদার ও তার স্বামী দেবদাস সরদারের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন মা সুচিত্রা দেবী। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Related Articles