জয়বীরপাড়ায় বাবাকে কুপিয়ে খুন, গ্রেফতার ছেলে
Son arrested for stabbing father to death in Jaibirpara

Truth of Bengal: আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত জয়বীরপাড়া চা বাগানে সোমবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটল। পারিবারিক অশান্তির জেরে নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। মৃত ব্যক্তির নাম অবিনাশ ওরাওঁ, যিনি ওই চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিনাশ দীর্ঘদিন ধরে মদ্যপান করতেন এবং প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করতেন। এই নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত বচসা ও গন্ডগোল লেগেই থাকত। সোমবার রাতে পরিস্থিতি চরমে পৌঁছায়। প্রচণ্ড ঝগড়া ও উত্তপ্ত বাক্য বিনিময়ের পর, অবিনাশের ছেলে জল্পেশ ওরাওঁ রাগের বশে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই মারা যান অবিনাশ।
এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলে জল্পেশকে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, খুনের অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং গোটা চা বাগান এলাকায় আতঙ্ক ও চরম দুঃখজনক আবহ তৈরি হয়েছে।