“রাজি থাকলে এসএমএস করবে”! নার্সকে প্রেমপত্র রোগীর আত্মীয়র, গ্রেফতার গুণধর
"SMS if you agree"! Love letter to nurse patient's relative, arrested Gunadhar

Truth Of Bengal : “রাজি থাকলে SMS কোরবে”… এ ভাবেই চিরকুটে প্রেমপত্র লিখে নার্সকে দিলেন এক রোগীর আত্মীয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের হল তাঁর নামে। পুলিস আটক করে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ইএসআই হাসপাতালে।
আরজি কর কাণ্ডের জেরে তোলপাড় গোটা দেশ। নারীসুরক্ষা নিয়ে সরব সকলে। এমন পরিস্থিতিতে প্রেমপত্রও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইএসআই হসপিটালের সিনিয়র নার্সের অভিযোগ, ‘সোমবার রাতে নাইট ডিউটি করছিল কর্মরত জুনিয়র নার্স। সারারাত ডিউটি করার পর পরের দিন সকালবেলা যখন চেঞ্জিং রুমে যায় তখনই দেখে মেঝের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি তুলে দেখে সেই কাগজটির মধ্যে একটি প্রেমের প্রস্তাব লেখা আছে।
যুবক সেখানে লিখেছেন, “আমার নাম……, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। I Love You…”। সাথে লিখেছেন রাজি থাকলে তাঁকে এসএমএস করতে। যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ছিল না কারো নাম। এরপরেই ওই জুনিয়র নার্স, সিনিয়র ডাক্তারদের ও নার্সদের জানান। খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে নার্সরাই। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিস এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। প্রেমপত্র দেওয়ার কারনে পুলিশ ধরে নিয়ে যাবে তা হয়তো ভাবতেই পারেননি ওই যুবক।