রাজ্যের খবর

বায়ুদূষণ কমানোর লক্ষ্যে নয়া উদ্যোগ, গ্রামবাসীদের বিলি করা হল ধোঁয়াবিহীন চুলো

Smokeless Oven 

The Truth of Bengal: বায়ুদূষণ কমানোর লক্ষ্যে নয়া উদ্যোগ। বাতাসে ভাসমান ধূলিকণা কমানো ও বাতাসের গুণমান মান উন্নত করতে গ্রাম্য এলাকায় ধোঁয়া বিহীন চুলো বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের মানুষ গাছের শুকনো পাতা কুড়িয়ে, গোবর শুকিয়ে, পাটকাঠি দিয়ে উনুন জ্বালায়। এর ফলে, বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়া নির্গমন বন্ধ করতেই এই উদ্যোগ রাজ্যের। সেই লক্ষ্যে বারুইপুরে ৬০০ পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন চুলো। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় ধোঁয়াবিহীন চুলো দেওয়া হল ১০টি পঞ্চায়েতের প্রায় ৬০০ পরিবারকে। এই পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

ছিলেন পরিবেশমন্ত্রী গোলাম রব্বানি, পরিবেশবিদ কল্যাণ রুদ্র সহ অন্যরা। মুখ্যমন্ত্রীর ইচ্ছায় পরিবেশ দফতরের উদ্যোগে বারুইপুর এলাকা বেছে নেওয়া হয়েছে ধোঁয়াবিহীন চুলো বিলি করার জন্য। রান্নার জন্য যে মহিলাদের দীর্ঘক্ষণ উনুনের সামনে বসে থাকতে হয় তাদের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে অনেক ধোঁয়া যায়। সেই মহিলাদের অনেক সুবিধা হবে এই উনুন পেয়ে। মহিলাদের জন্য এই উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আসাসোলের পর বারুইপুরে বিলি করা হল এই বিশেষ চুলো।

এরপর ধীরে ধীরে রাজ্যের অন্য বিধানসভা এলাকায়ও এই ধোঁয়াবিহীন চুলো বিলি করা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী গোলাম রব্বানি। এই ধোঁয়াবিহীন চুলোতে ৫ থেকে ৬ জনের রান্না করা যায়।বিশেষ ধরনের এই চুলোয় দু’টি স্তর আছে। যাতে জ্বালানি তুলনামুলক কম লাগে। মহিলাদের স্বাস্থ্যও নিরাপদ থাকবে। বারুইপুর পশ্চিম বিধানসভার আগে আসানসোলে মহিলাদের হাতে এই চুলো তুলে দেওয়া হয়। এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের এই চুলো দেওয়া হবে। মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই বিশেষ চুলো বিলি করছে রাজ্যের পরিবেশ দফতর।

Related Articles