
Truth Of Bengal: সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ : ভীন রাজ্যে কাজ করতে যাওয়া এক শ্রমিকের নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা অঞ্চলের আটিয়া গ্রামে। মৃত যুবকের নাম হুমায়ূন কবীর,বছর ২৬।

এদিন বিকালে আটিয়া গ্রামের একটি জঙ্গলে নরকঙ্কাল দেখতে পায় স্থানীয় কিছু মানুষেরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সুত্রে জানা যায়, গত দেড় মাস ধরে নিখোঁজ ছিল হুমায়ূন কবীর নামে পাড়ার ওই যুবক। সে ভীন রাজ্যে থাকায় পরিবারের লোকেদের ধারনা ছিল সে কাজে চলে গিয়েছে সেখানে। কিন্তু রবিবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে নরকঙ্কাল উদ্ধার হয়। কঙ্কালের পাশে পড়ে থাকা জামা কাপড় ও গামছা দেখে পরিবারের দাবি তাদের ছেলে হুমায়ূন কবীরের কঙ্কাল। ঠিক কী ঘটেছে, জানতে তদন্তে নেমেছে পুলিশ।