
The Truth of Bengal: নদীয়ার মহাখোলা সীমান্তে ৮২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা সীমান্তে পাচারের আগেই ১১ কেজি ৫০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার করেছে। এই রুপোর গহনার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘন কুয়াশার মধ্যে চোরা কারবারিরা ভারত-বাংলাদেশের সীমান্তে তারকাটার কাছাকাছি পৌঁছে গেলে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। বিএসএফ ওই চোরা কারবারিদের তাড়া করলে তারা পালিয়ে যায় ব্যাগ ফেলে। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় রুপোর গহনা।
বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া রুপোর গহনার মধ্যে রয়েছে নাকফুল, কানের দুল, গলার হার, বালা, চুড়ি, আংটি ইত্যাদি। এই রুপোর গহনাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। চোরা কারবারিদের ধরতে অভিযান চলছে বলে বিএসএফ জানিয়েছে।