সাইনবোর্ডও হোর্ডিংয়ে বাংলা লেখা জারি করল শিলিগুড়ি পুরনিগম
Siliguri Municipal Corporation makes it mandatory to write Bengali on signboards and hoardings

Truth Of Bengal: সাইনবোর্ডও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম। ধ্রুপদী ভাষা বাংলার গুরুত্ব আরও বাড়াতে পুরপ্রশাসনের এই সিদ্ধান্ত বলে মেয়র গৌতম দেব জানিয়েছেন। বাংলা ও বাঙালির গৌরববৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের মতোই পুরসভাগুলোও এগিয়ে আসছে। বৈচিত্র্যের সংস্কৃতির মাঝে বাংলা ভাষা চর্চা বাড়ায় উত্তরবঙ্গের মানুষ খুশি।
ধ্রুপদী ভাষা বাংলার চর্চা বাড়ছে।ইংরেজি-হিন্দির প্রচার-প্রসারের মাঝে বাংলা ভাষার কদর বাড়াতে কলকাতা পুরসভার মতোই এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগম নির্দেশিকা জারি করে জানিয়েছে, সাইনবোর্ডও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিলিগুড়ি শহরের দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপনন কেন্দ্র, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যেকোনও ভাষার সঙ্গে বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক।
এই নির্দেশিকা সকল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ১৪ই এপ্রিল থেকে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ জারি করা হয়েছে। মেয়র গৌতম দেব বলেন, অনেকদিন ধরেই পুরপ্রশাসনের এই চিন্তাধারা ছিল, সেটাকে বাস্তবায়িত করার কাজ জোরদার করা হল। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় সেই ভাষার বিকাশ ও প্রসার আরও বাড়বে বলে আশা মেয়রের।
শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় সমস্ত সাইনবোর্ড ও হোর্ডিংয় লাগানো হবে। তবে একদিনে তো এটা হবে না আস্তে আস্তে হবে।অপরদিকে এই বিষয়ে শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম পৌর নিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
উল্লেখ্য, চলতি বছরে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন মেয়র পারিষদদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ৫ই মার্চ পুরনিগমের মাসিক বোর্ড মিটিংয়ে তা অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বৈচিত্র্যের সংস্কৃতিকে মান্যতা দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করার প্রতি পুরপ্রশাসন তত্পর হওয়ায় খুশি সবমহলই।
মাতৃভাষা মাতৃদুগ্ধ।সেই মাতৃভাষার প্রতি বাংলার মানুষের আলাদা আবেগ রয়েছে।বাংলার সরকার ভাষার ঐতিহ্য রক্ষার মতোই স্বকীয় সংস্কৃতির বিকাশের ধারা বজায় রাখতে রাজ্যের নাম বাংলা রাখার প্রস্তাব পাস করিয়েছে। কেন্দ্র সম্মতি দিলেই পশ্চিমবঙ্গ বাংলা হয়ে যাবে।তারমাঝে বাংলা ভাষার চর্চা রাজ্যজুড়ে বেড়ে চলায় তাতে বাঙালিসমাজে বহুত্ববাদী ভাবনা শক্তিশালী হল বলাই যায়।