পরীক্ষা দিতে এসে অসুস্থ পরীক্ষার্থী, হাসপাতালের বেডে শুয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা
Sick examinees come to take the exam, high school exams while lying in the hospital bed

The Truth Of Bengal: পূর্ব বর্ধমান জেলার নশরতপুর পারুল ডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিতে এসে অসুস্থ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে সেদিন সোমবার পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। প্রচন্ড পেটে ব্যথা যন্ত্রণা অনুভব হয় তার, এরপর স্থানীয় স্কুলের শিক্ষকরা ওই ছাত্রীকে শ্রীরামপুরের চাঁদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আর তারপরই সেখানে পরীক্ষার ব্যবস্থা করা হয় তার। অসুস্থ ওই ছাত্রীর নাম সাদিয়া ফারহানা।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে মোট ২৩৪১টি পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষায় বসেছে প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের প্রশ্ন পত্রেও থাকছে সিরিয়াল নম্বর এবং বিশেষ QR Code -এর ব্যবস্থা। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে। পরীক্ষা ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি ছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
FREE ACCESS