উত্তরবঙ্গ নিয়ে আরও বড়সড় আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি শুভেন্দুর
Shuvendur warns of a bigger movement about North Bengal

The Truth Of Bengal: সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই উত্তরবঙ্গ নিয়ে বারংবার সরব হয়েছেন । কখনো উত্তরবঙ্গ কে উত্তর-পূর্বের রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন । কখনো আবার উত্তরবঙ্গকে নিয়ে বাংলা ভাগের দাবি তুলেছেন বিজেপির প্রতিনিধিরা। যদিও রাজ্যের শাসক দল বিজেপির এই বক্তব্যকে কখনোই গুরুত্ব দেয়নি। উপরন্তু শাসক দলের তরফ থেকে বারংবার জানানো হয়েছে বাংলা ভাগ তারা কোন মতেই হতে দেবে না।
এদিন বিধানসভার বিরোধী দলনেতা প্রবল বৃষ্টির মধ্যেও কয়েকজন বিজেপির বিধায়কদের কে নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিষয়ে বললেন ‘ উত্তরবঙ্গের যন্ত্রণা বঞ্চনা একেবারেই স্বীকৃত , কেন্দ্রীয় সরকার এবং খোদ উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার জমি দিতে চান না।’ এমনকি রেল প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র উত্তরবঙ্গ নয় তার পাশাপাশি একাধিক বিষয় নিয়ে এদিন বিজেপি বিধায়কেরা সরব হন উঠে আসে গঙ্গা ভাঙ্গনের প্রসঙ্গ ও । উঠে আসে পরিযায়ী শ্রমিকদের বিষয়ও। উত্তর বঙ্গের মানুষজন পেটের দায়ে উত্তরবঙ্গ ছেড়ে উত্তর পূর্বের একাধিক রাজ্যে চলে যাচ্ছে বলেও শুভেন্দু অধিকারী সেই বিষয়েও সরব হন ।
উত্তরবঙ্গ নিয়ে আরও বড়সড় আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি শুভেন্দুর @SuvenduWB pic.twitter.com/38RI3ATRVn
— TOB DIGITAL (@DigitalTob) August 2, 2024
যদিও উত্তরবঙ্গ নিয়ে আরও বড়সড়ো আন্দোলনের পথে হাঁটবে বিজেপি এমনটাই বিধানসভা থেকে হুঁশিয়ারি দিয়ে জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার বিধানসভায় ন্যায়সংহিতা বিরোধিতা করে প্রস্তাব আনা হয় যদিও সেই প্রস্তাবকে গুরুত্ব দিতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাছোড়বান্দা শুভেন্দু উত্তরবঙ্গ নিয়ে ফের সরব এবং বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে নেমে এসে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত বলে প্রতিবাদে সরবহন বাকি বিধায়কদেরকে নিয়ে।