শুনশান রাস্তাঘাট চড়চড়িয়ে চড়ছে পারদ, আরামবাগের তাপমাত্রা ছাড়াল ৪৪ ডিগ্রী
Shunshan roads are moving mercury, Arambagh temperature is 44 degrees

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। বাড়ছে কাঠফাঁটা রোদ। তাপপ্রবাহের জন্য অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কয়েক দিনে স্বস্তি ফেরার কোনো আশা নেই বললেই চলে। যার জেরে বেলা বাড়তেই জনশুন্য হচ্ছে রাস্তা ঘাট।
গত কয়েকদিন অন্যান্য এলাকার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে চিত্রটা এমনই দেখা মিলছে। বুধবার আরামবাগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রী ছুঁই ছুঁই। যা বিগত বছরের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার জেরে সকাল সকাল প্রত্যেকেই জরুরি কাজ সেরে ফেলতে দেখা যাচ্ছে।
আর বেলা বাড়তেই জনশুন্য হয়ে যাচ্ছে বাজার থেকে রাস্তা ঘাট। খুব জরুরী কাজ ছাড়া রাস্তায় দেখা মিলছে না সাধারণ মানুষের। স্বস্তির বৃষ্টি হতে এখনো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এমনটাই জানাগেছে আবহাওয়া দফতর সূত্রে।
সেই স্বস্তির বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ।