মালদহে ভরা রাস্তায় চলল গুলি, জখম তৃণমূল নেতা
Shooting on crowded streets in Malda, Trinamool leader injured

Truth Of Bengal: ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। রাস্তায় লুটিয়ে পড়লেন মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় জখম অবস্থায় বাবলা সরকারকে উদ্ধার করা হয়। জখম হওয়া ওই তৃণমূল নেতাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে তৃণমূল নেতার শারীরিক অবস্থার অত্যন্ত আশঙ্কাজনক।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। ঝলঝলিয়ার মাতালমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে বেরোন বাবলা সরকার। সেই সময় বাইকে করে তিন যুবক ওই এলাকায় উপস্থিত হয়। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর।
আরও জানা গেছে, একটি গুলি বাবলা সরকারের মাথায় লাগে। স্থানীয়দের দাবি, আরেকটি গুলি তাঁর কাঁধেও লাগে। এরপর তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। আপাতত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
এই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাইকে চড়ে আসা যুবকদের মাথায় হেলমেট ছিল। তাই তাদের চেনা সম্ভব হয়নি। এছাড়াও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা বাইকে চড়ে এসেছিল তা এখনও জানা যাজায়নিএরপর এই শুটআউটের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলাশাসক নিতীন সিংহানিয়া এবং পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।