রাজ্যের খবর

ফের শ্যুট আউট , লোকসভা ভোটের মুখে হাওড়ায় চলল গুলি

Shoot out again, firing continued in Howrah in the face of Lok Sabha polls

The  Truth Of Bengal : লোকসভা নির্বাচনের আগে ভর সন্ধ্যেবেলা  গুলি চললো হাওড়ার লিলুয়ার থানার অন্তর্গত এন রোড এলাকায় । এক ব্যক্তিকে গুলি করে দুটি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায়  ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । সূত্রের খবর আহত ব্যক্তির নাম অষ্টশ্রী,বয়স ৪২।আহত ব্যক্তির বাড়ি বাড়ি কোনা শিব মন্দির এলাকায়। যদিও ঠিক কি কারনে তার উপরে এই হামলা হলো তা এখনো জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয়েছেল হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিরা । দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে  দেখা হচ্ছে এলাকার  সিসিটিভি ফুটেজ । স্থানীয় বাসিন্দা দেবাংশু দত্ত জানান, ‘ আগে অসামাজিক কাজে যুক্ত থাকলেও বছর দুয়েক আগে ও সব ছেড়ে দিয়েছে। এখন এলাকাতে কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পরে। এহেন ব্যক্তির উপর কেন আক্রমণ হল সেটা স্পষ্ট নয়। একটা বুলেট বাইকে চড়ে হেলমেট পরে আততায়ীরা এসেছিল, কেউ বুঝতে পারে নি।

স্থানীয় বাসিন্দারা জানান , শনিবার ভর সন্ধ্যা বেলায় হঠাৎই এই দুর্ঘটনাটি ঘটে। আর এই শ্যুটআউট ঘটনার ফলে  এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এছাড়া ,এই ঘটনায় স্থানীয়বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত রয়েছে । এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান শম্ভুনাথ নায়েক জানান, ‘আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটে, যদিও আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না।’ যদিও হাওড়া সিটি পুলিশ সূত্রে জানান হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটানাটি।  তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাইছে না তদন্তকারী আধিকারিকরা ।

Free Access

Related Articles