রাজ্যের খবর

মর্মান্তিক! তুলো ধুনার মেশিনে মাথা আটকে মৃত ১

Shocking! Dead 1 with head stuck in cotton washing machine

Truth Of Bengal:  নতুন তুলো ধুনার মেশিনে কাজ করতে গিয়ে মৃত্যু হল একজনের। মৃতের নাম আজাদ আলী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি মহুয়াতলা সংলগ্ন এলাকায়।

জানা গেছে, বিহারের বাসিন্দা আজাদ আলি তার বাবার সাথে ডুয়ার্সের মাল মহকুমার অন্তর্গত ওদলাবাড়িতে থাকতেন। শীত পড়তেই বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে লেপ, তোষক, বালিস বানাতেন। গত রবিবার তারা কাজের সুবিধার্থে একটি নতুন তুলো ধুনার মেশিন কিনেছিলেন।

সেই মেশিন দিয়ে সোমবার সকালে ক্রান্তি ব্লকের মহুয়াতলা সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবুর বাড়িতে লেপের কাজ করতে যান বাবা-ছেলে সহ আরো দুজন। মেশিনে তুলো ধুনার কাজ শুরু করেছিলেন আজাদ। সেসময় হঠাৎ বিকট আওয়াজ হয়। দেখা যায় সেই মেশিনের ফিতেতে আটকে পড়েছে আজাদ। তুলোর পাশাপাশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মাথার অর্ধেক অংশ। সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মৃতদেহের পাশাপাশি মেশিনটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার প্রশাসন।

Related Articles