
The Truth Of Bengal,জাহেদ মিস্ত্রী,বাসন্তী: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। নার্গিস শেখ (৭) ও সাবির লস্কর(৯) দুজনের দেহই স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয়। সাথে সাথে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
শনিবার সকালের এই ঘটনায় দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর জয়গোপালপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে টিউশনি সেরে বাড়ি ফিরে স্কুলে যাওয়ার জন্য গ্রামের পুকুরে স্নান করতে গিয়েছিল।
কিন্তু দীর্ঘক্ষণ তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোন খোঁজ না পেয়ে ঐ পুকুরে জাল ফেললে দুটি নিস্তেজ দেহই উদ্ধার হয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।