রাজ্যের খবর
Trending

বাঁকড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর অভিযোগে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার শেখ সাজিদ

Sheikh Sajid arrested from Bengaluru on charges of firing at Bankra panchayat office

The Truth Of Bengal :  ২মে হাওড়ার বাঁকড়ার একটি পঞ্চায়েত অফিসে চলে গুলি।বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে   তিন দুষ্কৃতী তাণ্ডব চালায়।সেই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা সহ ২জন জখম হন।মূলতঃ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখকে টার্গেট করে বন্দুকবাজরা।

সেই ঘটনায় পুলিশ বড়সড় সাফল্য পেল।গোপন সূত্রে হাওড়া সিটি পুলিশ জানতে পারে অভিযুক্ত শেখ সাজিদ বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছে।তারপরই  হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অভিযুক্তকে পাকড়াও করেন বেঙ্গালুরু থেকে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসার জন্য সাজিদ গিয়েছিলেন বলে খবর।

অভিযুক্তকে জেরা চালাতে তত্পর পুলিশ।সেজন্য তাকে বেঙ্গালুরু থেকে হাওড়ায় আনার তত্পরতা জারি রেখেছেন পুলিশ কর্মীরা।কেন তৃণমূলের প্রধানকে সে টার্গেট করল,এর পিছনে অন্যকোনও উদ্দেশ্য আছে কিনা সবকিছুই খতিয়ে দেখতে চায় পুলিশ।

Related Articles