রাজ্যের খবর

‘আমাদের কাছে ফিরে এসেছে’, সুনীতারা ফিরতেই বিশেষ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর  

'She is back with us': CM Mamata Banerjee congratulates Sunita on return

Truth Of Bengal: অবশেষে স্বস্তির নিঃশ্বাস। টানা নয় মাস পর পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।  বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডায় অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট।  বলা বাহুল্য, ভারতের সঙ্গে সুনীতার যোগসূত্রের কথা সকলেই জানেন। তাই তিনি পৃথিবীর মাটিতে পা রাখতেই আপ্লুত গোটা দেশ। এই নিয়ে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছেন।

মমতা লেখেন, ‘অবশেষে এতদিন পর পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদেরকে পৃথিবীতে জানাই স্বাগতম। আমাদের ভারতকন্যা আমাদের কাছে ফিরে এসেছে। আমরা গভীরভাবে খুশি ও উচ্ছ্বসিত। বুচ উইলমোরের জন্যও আমরা ভীষণ আনন্দিত। তাদের সাহসের প্রশংসা করুন। মানবিক গৌরবের জয়গান করুন। আমি উদ্ধারকারী দলকে জানাই অভিনন্দন।‘

উল্লেখ্য, টানা ২৮৬ দিন পর অবশেষে পৃথিবীর আলো  দেখতে পেলেন মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। তবে  দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। সেইজন্য এখনই তাঁরা যেতে পারবেন না বাড়িতে। থাকতে হবে কোয়ারেন্টিনে।

Related Articles