রাজ্যের খবর

এলাকায় গরিবের ‘মসিহা’ শাহজাহান, এখন সুনসান শাহজাহান সাম্রাজ্য

Sk ShahJahan

The Truth of Bengal: রেশন দুর্নীতির তদন্তের সূত্রে তাঁর বাড়িতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু, এমন অভিজ্ঞতা যে তাঁদের হবে, তা কল্পনায় ছিল না। শয়ে শয়ে লোক ঘিরে ধরে। চলে এলোপাথাড়ি মার। ইডি আধিকারিকদের পাশাপাশি বাদ ছিলেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শেষে তাঁদের পালিয়ে বাঁচতে হয়। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও সরবেড়িয়া এলাকায় বাঘে-গরুতে এক ঘাটে জল খায় সেখ শাহজাহানের নামে। তিনি এলাকার বেতাজ বাদশা। সন্দেশখালির সেই শেখ শাহজাহান এখন খবরের শিরোনামে। ইডি আক্রান্ত হওয়ার পর আত্মগোপন করা শাহজাহানের নামে লুক আউট নোটিশ জারি হয়েছে। এলাকার বেতাজ বাদশা হওয়ার পথে কী করে উত্থান হয়েছিল শেখ শাহজাহানের? আগে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে পালাবদলের সময় ভিড়ে যান তৃণমূলে। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী হন।

৬৩ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে জেলা পরিষদে কর্মাধ্যক্ষ হন। এখন কী নেই তাঁর? প্রচুর গাড়ি, বাড়ি, জমি, মার্কেট কমপ্লেক্স সব কিছু আছে তাঁর। আর আছে হাজার হাজার অনুগামী। যারা সম সময় ঘিরে থাকেন তাঁকে। ইডির দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে বড় ভূমিকা রয়েছে শাহজাহানের। এই সূত্রেই তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাতে যান ইডির আধিকারিকরা। দোর্দণ্ডপ্রতাপ শাহজাহান আবার এলাকায় গরিবের মসিহা। এলাকার মানুষ বিপদে পড়লে পাশে থাকেন তিনি। করোনার সময়ে চাল-ডাল দেওয়া থেকে শুরু করে সাইক্লোনের পর বহু মানুষের মাথার ছাদের ব্যবস্থা করেছিলেন শাহজাহান। তাঁর বাড়িতে ইডি হানা দিলে অনুগামীরা এসে বিক্ষোভ দেখান। চড়াও হন তদন্তকারীদের ওপর।

সশস্ত্র কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে তদন্তে আসা ইডি অফিসারদের সঙ্গে এমন যিনি করতে পারেন, তাঁর বুকের পাটা রয়েছে বলতে হয়। এমনিতেও তো তাঁকে ডন বা বাদশা বলে না এলাকার মানুষ। আক্রান্ত হওয়ার পর সেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। আপাতত তিনি আত্মগোপন করে আছেন। অজ্ঞাতবাস থেকে অনুগামীদের উদ্দেশে একটি অডিয়ো ক্লিপ সামনে এনে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি কখনও অসৎ পথ অবলম্বন করিনি। ভবিষ্যতেও করব না। এক শাহজাহান চলে গেলেও হাজার শাহজাহান জন্মগ্রহণ করবে।‘ এমন কথা বললেও এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো সেই ডন এখন পরিস্থিতির চাপে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। কয়েকদিন আগে যেখানে সবকিছু গমগম করতো, এখন সেই শাহজাহান সাম্রাজ্য সুনসান।

Related Articles