রাজ্যের খবর

নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার ১

Sexual abuse of a minor in Narendrapur, 1 arrested

Truth Of Bengal: নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃতকে সোমবার পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায়।

নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী এক যুবক যৌন নির্যাতন করে।

জানা গেছে, ঘটনাটি রবিবার রাতে ঘটে। নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। রাতেই এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাজু মালিকে বোড়াল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles