রাজ্যের খবর
Trending

নজরে সপ্তম দফার ভোট, অভিষেক-সুদীপ-তাপস-সৌগত-সুজন-রেখা

Seventh round of voting in Nazr, Abhishek-Sudeep-Tapas-Saugat-Sujan-Rekha

The Truth Of Bengal : শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ন’টি লোকসভা কেন্দ্রে ওইদিন ভোট গ্রহণ হবে। এই ন’টি কেন্দ্র হল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বারাসাত, দমদম, বসিরহাট, যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার। সপ্তম দফা নির্বাচনে রাজ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট ও চর্চিত প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দফায় বহু চর্চিত প্রার্থীদের মধ্যে অন্যতম বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এছাড়াও হেভিওয়েটদের মধ্যে রয়েছেন উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী তাপস রায়।

রয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই নিয়ে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্রে জয়ের ব্যবধান নিচের রেকর্ডকেই ছাপিয়ে যাবেন, আত্মবিশ্বাসী অভিষেক। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা, এবারের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা উত্তর কলকাতায়। দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় ও সুজন চক্রবর্তীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে সন্দেশখালি।

যে সন্দেশখালি সংবাদের শিরোনাম। নারী নির্যাতনের যে অভিযোগ ঘিরে সন্দেশখালি উত্তপ্ত হয়, শাসক দলকে কোণঠাসা করতে শুরু করে বিরোধীরা, স্টিং অপারেশনে ফাঁস হয় বিজেপির ষড়যন্ত্রের কথা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনা জেলার এই লোকসভা কেন্দ্র। বিজেপি সন্দেশখালীর মহিলা রেখা পাত্রকে প্রার্থী করে চমক দেয়ার চেষ্টা করে। তৃণমূলের প্রার্থী সংখ্যালঘু মুখ হাজি নুরুল ইসলাম। সপ্তম দফায় বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবারও ভোট ময়দানে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ । সব মিলিয়ে জমাটি হেভিওয়েটের লড়াই চলবে সপ্তম দফার ভোটে।

Related Articles