রাজ্যের খবর

রেকর্ড গড়ল সেবাশ্রয়: একদিনে ২২,৮৮৯ জন রোগী পরিষেবা পেলেন! 

Sevashray sets record: 22,889 patients received services in one day!

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী সেবাশ্রয় স্বাস্থ্য শিবির মঙ্গলবার (৬ষ্ঠ দিন) এক নতুন মাইলফলক স্পর্শ করল। মাত্র একদিনে ২২,৮৮৯ জন রোগী স্বাস্থ্য পরিষেবা পেলেন (সন্ধ্যা ৬টা পর্যন্ত)।সেবাশ্রয় শিবিরগুলিতে এদিনের নজিরবিহীন ভিড়ের ফলে মোট পরিষেবা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা পৌঁছেছে ৮১,৪৭১-এ। মাত্র ছয় দিনের মধ্যেই এই বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এই অদ্বিতীয় কৃতিত্বের ঘোষণা করে ডায়মণ্ড হারবারের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করেন,‘সেবাশ্রয়ের জন্য একটি গর্বের মাইলফলক! প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো, ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবিরগুলি ২০,০০০ নিবন্ধন ছাড়িয়ে গেছে, একদিনে মোট ২২,৮৮৯ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। আজ পর্যন্ত, এই উদ্যোগের মাধ্যমে ৮১,৪৭১ জন ব্যক্তি বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।

সেবাশ্রয় মেডিক্যাল চেক-আপ, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ওষুধ সরবরাহের মূল লক্ষ্যের বাইরেও অনেক এগিয়েছে। এটি আশার প্রতীক হয়ে উঠেছে, ডায়মন্ড হারবারের মানুষকে উন্নত জীবনযাত্রার মান প্রদান করে। এই অর্জন আসন্ন আরও বৃহত্তর প্রভাবের সূচনা মাত্র!’

খুব অল্প সময়ের মধ্যেই সেবাশ্রয় এক বৃহৎ মানবিক কর্মযজ্ঞের দৃষ্টান্ত হিসাবে সামনে উঠে এসেছে। সেবাশ্রয়ের মূল লক্ষ্য: দুর্বলদের জীবনযন্ত্রণাকে লাঘব করে জীবসেবার মধ্যে দিয়েই শিবসেবা করা। যা ইতিমধ্যেই স্থানীয় মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে শুরু করেছে।

Related Articles