রাজ্যের খবর

ডায়মন্ড হারবারে শুরু ‘সেবাশ্রয়’ প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের উদ্বোধন করলেন অভিষেক

'Sevashray' project launched in Diamond Harbour, Abhishek inaugurates free health camp

Truth Of Bengal: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৫ দিনের হেলথ ক্যাম্প সেবাশ্রয়ের উদ্বোধন সাংসদের। এই প্রকল্পে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার সমস্ত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের চিকিৎসার সুবিধা নিতে পারবেন।

এদিন সাংসদ অভিষেক বলেন, ‘গত নভেম্বর মাসে ১২০০ চিকিৎসক বন্ধুদের নিয়ে আমরা কনফারেন্স করি। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ সবাই এসেছিল। তাঁদের নিয়েই আমরা সেবাশ্রয় শুরু করেছি। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। নতুন বছর মানে নতুন দায়িত্ব। আমরা যাঁরা জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব হল মানুষকে পরিষেবা দেওয়া। মানুষের পাশে এসে দাঁড়ানো। আমি বার্ধক্যভাতা ব্যবস্থা করেছিলাম। সেটাও মডেল ছিল। অনেকেই বলেছিল ভোট বলে নাকি আমি করেছিলাম। ভোটের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। এই বছর কোনও ভোট নেই কিন্তু। আমরা আসলে সারাবছর কাজ করি। ৩০০ ক্যাম্প আগামী ৭৫ দিন চলবে। প্রত্যেক বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে। এছাড়া প্রায় ৪০ সাধারণ ক্যাম্প থাকবে।’

সেই সঙ্গে তিনি আরও যুক্ত করেন, ‘ এসএসকেএম, বাঙ্গুর নিউরোসায়েন্স, এম আর বাঙ্গুর, আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল, নিউরোসায়েন্স কলকাতা সহ ১২ হাসপাতালে থাকবে রেফারেল হাসপাতাল। পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ আসুন। কাউকে যাতে ফেরানো না হয়, সেটাও আমি দেখতে বলব।’

এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসডিও মাঠে পৌঁছান সাংসদ। উত্তরীয় ও দেবী সরস্বতীর মূর্তি দিয়ে তাঁকে বরণ করে নিয়েছেন জেলা প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি পুরো স্বাস্থ্যশিবির ঘুরে সমস্ত দিকটা খতিয়ে দেখেন। সঙ্গে নানান বিষয়ে প্রশ্নও করেন। কীভাবে রোগীদের চিকিৎসা করা হবে, কোন চিকিৎসক কখন প্রমুখ বিষয়গুলিও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানেন।

Related Articles