রাজ্যের খবর

সম্প্রীতির নজির! রামনবমীর মিছিলে ঠাণ্ডা জল বিতরণ সংখ্যালঘু ভাইদের

Setting an example of harmony! Minority brothers distribute cold water to participants in Ram Navami procession

Truth Of Bengal:  ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’, কাজী নজরুল ইসলামের এই কথাকেই সত্যি করে তুললেন জয়ঁগাতে জয়ঁগার সংখ্যালঘু ভাইরা। সম্প্রতি ছবি লক্ষ্য করা গেল জয়ঁগাতে। রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের পানীয় জল ও ঠাণ্ডা পানীয় বিতরণ করল মুসলিম সম্প্রদায়ের যুবকরা।

এদিন জয়ঁগার ঝর্না বস্তি এলাকায় ডুয়ার্স টাইগার বয়েস ক্লাবের সদস্যরা ঠাণ্ডা পানীয় প্রদান করেন রামনবমীর মিছলে অংশগ্রহনকারী ভক্তদের। এই ক্লাবের অধিকাংশ সদস্যই মুসলিম সম্প্রদায়ের।

মমিদুল ইসলাম নামক এক যুবক জানান, “ধর্ম যার যার উৎসব সবার। এই ভাবনা সামন রেখে আমরা সবাইকে রামনবমী শুভেচ্ছা জানাই।”

Related Articles