সাত সকালে কৃষিজমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!
Sensation surrounds the recovery of a young man's body from farmland at 7 am!

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: সাত সকালে কৃষিজমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ খুন করা হয়েছে। মৃতদেহের গলায় ওর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতাবাধি এলাকায়।
জানা গিয়েছে এলাকার বাসিন্দা রফিক গায়েন (২২) গতকাল রাতে জলসা দেখতে বেরিয়েছিল, রাত ১২ টা পর্যন্ত। পরে রফিক আর বাড়ি ফেরেনি আজ সকালে রফিকের বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় গ্রামের মানুষজন। ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানা রামজীবনপুর ফাঁড়ির পুলিশ।
মৃতের বাবা ইয়াসিন গায়েন ও গ্রামের মানুষ সকলেরই দাবী গ্রামের ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশ সুত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। মৃতের গলায় ও শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের পর। ঘটনায় কেউ জড়িত আছে কিনা পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।