রাজ্যের খবর

শান্তিপুরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য,

Sensation in the theft of lakhs of rupees in Shantipur,

 The Truth Of Bengal: বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক ভগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানা এলাকার সূত্রাগড় বিশ্বাস পাড়া লেনের কীর্তনের মাঠ সংলগ্ন এলাকায়।চুরির ঘটনার শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে । যদিও চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

অভিযোগকারী  পিন্টু দেবনাথ এর দাবি, তিনি ভগবত পাঠের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাকে। সোমবার বাড়িতে ফিরে তিনি দেখেন তার ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে, পাশের ঘরেই রাখা ছিল পঞ্চাশ হাজার টাকার 10 টাকার কয়েন, এছাড়াও  ঠাকুর ঘরে রাধা গোবিন্দের মূর্তি থেকে গহনা চুরি হয়ে যায়। তিনি জানান ভগবত পাঠ করে তিনি যে অর্থ পান সেটাই জমিয়েছিলেন। তিনি আরো জানান চক্রান্ত করেই তার বাড়ি থেকে  লুটপাট করে দুষ্কৃতীরা।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related Articles