রাজ্যের খবর
Trending

বন দফতরের উদ্যোগে শুশুনিয়া পাহাড়ে ফেলা হল সিড বোম

Seed bombs were dropped on Shushunia Hills by the initiative of the Forest Department

The Truth Of Bengal,কৈলাস বিশ্বাস,বাঁকুড়া: বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছর ব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে।

তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালেই সিড বোম অর্থাৎ বীজ বোমা ফেলল বনদপ্তর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ও ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বন দপ্তর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। এ বছর ১০০০ পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ নেড়া অংশে ছড়িয়ে দেওয়া হলো বলে জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস।

শিশু, বামলা, বট, চটরা, শুয়াবুল, শিরিষ সহ বেশ কিছু গাছের বীজ মাটির মন্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। যা পাহাড়ের রূক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা লাগানো হয় পাহাড়জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা। বনমহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত এই ধরনের আয়োজিত কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা। গত বছরের মত এ বছরেও এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বনদপ্তর।

Related Articles