রাজ্যের খবর

সিরাজউদ্দৌল্লাকে হারাতে ব্রিটিশদের সাহায্য করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, বিস্ফোরক স্বীকারোক্তি কার,দেখুন

See Raja Krishnachandra, Who's Explosive Confession Helped the British Defeat Sirajud Daulah

The Truth of Bengal: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারাতে ইংরেজ সঙ্গে হাত মিলিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণনগরের রাজ পরিবারের রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের স্বীকারোক্তি। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় এই কথা বলতে শোনা যায় রানিমা-কে। তিনি বলেন, জগৎ শেঠ ও ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এই বক্তব্য সামনে আসার পর বিজেপি দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সিরাজউদ্দৌলাকে হারিয়েছিলেন বিশ্বাসঘাতক মিরজাফর। ইতিহাস পড়ে সেটাই জানে দেশবাসী। তবে শুধু মিরজাফর নন বিশ্বাসঘাতক ছিলেন আরও অনেকজন। এবার সেই তালিকায় রাজা কৃষ্ণচন্দ্রকে যুক্ত করলেন কৃষ্ণনগরের রাজ পরিবারের রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি বলেন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারাতে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র।

কৃষ্ণনগরের রাজ পরিবারের রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে সোরগোল। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় এই কথা বলতে শোনা যায় রানিমা-কে। তিনি বলেন, জগৎ শেঠ ও ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হারার পর অস্তগামী হয় বাংলা ও দেশের স্বাধীনতা। তারপর যাত্রা শুরু ব্রিটিশরাজের। ইতিহাসবিদরা বলেন, সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতকতার শিকার না হলে হেরে যেত ইংরেজরা। ভারত পরাধীন হতো না। তাই দেশের ইতিহাসে সেই পলাশি যুদ্ধে সিরাজের পরাজয় ক্ষত হিসেবে উল্লেখ আছে। সেই সিরাজকে হারাতে ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল কৃষ্ণনগরের রাজপরিবার। এমন দাবি অন্য কারও নয়। এই দাবি করেছেন খোদ রাজপরিবারের বর্তমান রানিমা অমৃতা রায়। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এই বিস্ফোরক স্বীকারোক্তি দেন।

কী বলেছেন তিনি শুনুন। ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল কৃষ্ণনগরের রাজপরিবার। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল রাজপরিবার। ইতিহাসে যা লেখা আছে তা স্বীকার করে নিলেন রানিমা। যারা দেশভক্তি শেখায়, সেই বিজেপির এটাই আসল চরিত্র বলে কটাক্ষ তৃণমূলের। পলাশির যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌল্লার বিরোধিতা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। জগৎ শেঠ-সহ ব্রিটিশদের সঙ্গ দিয়েছিলেন। অর্থাৎ বাংলার স্বাধীনতার কৃষ্ণচন্দ্রের রাজা পরিবার বিশ্বাসঘাতকতা করেছিল। ঝুলি থেকে বেরিয়ে এল বিড়াল। গান্ধিকে হত্যাকারী গডসেকে যারা আরাধ্য মনে করে, তারা মানুষকে দেশভক্তি শেখায় বলে কটাক্ষ করেছে তৃণমূল। যা নিয়ে নতুন করে সোরগোল শুরু হয়েছে।

Related Articles