রাজ্যের খবর

কান্দিতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ! অস্ত্র ও কার্তুজ সহ ধৃত ব্যক্তি

Security concerns are growing in Kandi! Person arrested with weapons and cartridges

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কোটালদীঘি গ্রাম থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম মফিজুল শেখ, বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর ছিল যে কোটালদীঘি এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ ঘোরাফেরা করছে। সেই অনুযায়ী কান্দি থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে মফিজুল শেখের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে।

ঘটনার পরই ধৃতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধৃত ব্যক্তি কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই ওই আগ্নেয়াস্ত্র বহন করছিল।

তবে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সে কোথা থেকে পেল, কী উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল, তা জানার জন্যই জোরদার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। গোটা ঘটনার সঙ্গে কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের কাছে এ ধরনের দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Related Articles