রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা, জঙ্গলমহলে বিশেষ নজর
Secondary exams begin across the state, special focus on Jangalmahal

Truth Of Bengal: গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার থেকে। বনদপ্তর ও পুলিশের বাড়তি নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা চলছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।
সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকারা। পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে পুলিশের তরফে বাড়তি টহলদারি চালানো হচ্ছে।জেলায় বেশীরভাগ পরীক্ষাকেন্দ্র জঙ্গল লাগোয়া হওয়ার এবং জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের সমস্যা না হয় সেকারণে বনকর্মীদের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে।বনদপ্তরের গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য পরিবহণ নিগমের পক্ষ থেকে বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। পরীক্ষা চলাকালীন সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই বিশেষ বাসগুলো চলবে। পরীক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকরা এই বাসে চড়তে পারবেন, তবে তাদের সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড। বাসে যদি জায়গা থাকে, সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।
শুধু শহরের মধ্যে নয়, শহরতলি এবং জেলা থেকেও পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য বাস, অটো, টোটো, ট্যাক্সি, ক্যাব সব ধরনের পরিবহণ ব্যবস্থা চালু থাকবে, জানিয়েছে পরিবহণ দপ্তর। এছাড়া কন্ট্রোলরুমও খোলা থাকবে। পরীক্ষার্থীরা যদি কোনো সমস্যায় পড়েন, তবে কন্ট্রোলরুমে ফোন করে সাহায্য নিতে পারবেন। কন্ট্রোলরুমের নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। পরীক্ষার দিনগুলোতে পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।