সদাইপুর থানার উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
Save Drive Save Life awareness camp with school students under the initiative of Sadaipur police station

The Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিভিন্নভাবে বীরভূম জেলার পুলিশ প্রচার কর্মসূচি শুরু করেছে। বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে স্কুলের ছাত্রদের সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতন বাড়াতে উদ্যোগ নিয়েছে। তার পাশাপাশি সদাইপুর থানার পুলিশ থানার পার্শ্ববর্তী এলাকার 14 নম্বর জাতীয় সড়কের উপরে যে সকল বড় গাড়ি মোটরবাইক বেপরোয়া ভাবে গতিবেগে যায় সেই জায়গায় দাঁড়িয়ে সদাইপুর থানার ওসি সেই 14 নম্বর জাতীয় সড়কে পথচারীদের দাঁড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতন করেন। হেলমেট পরা, গাড়ি আসতে চালানো, মদ্যপান করে গাড়ি না চালানো পাশাপাশি চার চাকার গাড়ির চালকরা যাতে গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করে, বেপরোয়া গাড়ির গতি না বাড়ায় ওভারটেক করতে গিয়ে প্রাণের ঝুঁকি না নিয়ে আসে হেলমেট পড়া অবস্থায় বাইক চালানোর বিষয় একাধিক বিষয় নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করলেন পুলিশ একটি পদযাত্রার মাধ্যমে সচেতন মূলক কর্মসূচি করেন করেন সেভ ড্রাইভ সেভ লাইফ এর বিষয়ে।