রাজ্যের খবর

পলিগ্রাফির পর এবার সঞ্জয়ের নারকো টেস্ট, আদালতে আবেদন সিবিআইয়ের

Sanjay's narco test after polygraphy, CBI appeals to court

Truth Of Bengal : অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নারকো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল সিবিআই। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্তে গতি আনতেই সিবিআই- এর এই পদক্ষেপ বলেই অনুমান সকলের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আলিপুরের বিশেষ সিবিআই ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছে। অনুমতি পেলেই করানো হবে নারকো পরীক্ষা।

প্রসঙ্গত, ৯অগাস্ট আরজি করের তরুণী চিকিত্সককে খুনও নির্যাতনের ঘটনা ঘটে।সেই ঘটনায় সিবিআই ১৩অগাস্ট চিকিত্সক নির্যাতনকাণ্ডের তদন্ত ভার নেয়। তারপর দফায় দফায়  জিজ্ঞাসাবাদ করে সন্দীপ ঘোষকে।১৬অগাস্ট থেকে ৩০অগাস্ট টানা ১৫দিন তাঁকে জেরা করা হয়।এর মাঝেই আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মূলতঃ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলির অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তে নামে।

সেই ঘটনায় একদিন তিনি যেতে পারেননি। সেদিন তাঁর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের স্পেশাল টিম। তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর বেলেঘাটার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। এরপর শনি –রবিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে তলব করেনি।তবে সোমবার ফের সন্দীপ ঘোষকে ডেকে পাঠায় তদন্তকারী আধিকারিকরা।সেইমতো সিজিওতে হাজিরা দেন হাসপাতালের একসময়ের মাথা। সিবিআইয়ের তরফে জানা গেছে,সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে বেশকিছু নতুন তথ্য উঠে এসেছে।যার সঙ্গে আগের বয়ানের সঙ্গতি নেই। তাই আসল সত্যি জানতেই সন্দীপ ঘোষকে সোমবার ম্যারাথন জেরার মুখে বসানো হয়েছিল।

 

Related Articles