রাজ্যের খবর

সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজত, আদালতের তোপের মুখে সিবিআইও

Sanjay Roy sent to 14 days jail, CBI under fire from court

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। শুক্রবার আরজি কর মামলার শুনানি ছিল। ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদা আদালতে হাজির করা হয় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে।

এই শুনানিতে অনুপস্থিত ছিল সিবিআইয়ের আইনজীবী। এই নিয়ে সিবিআই এর উপর অসন্তোষ প্রকাশ করেন বিচারক। রীতিমতো বিরক্তির সুরে তিনি সিবিআইকে প্রশ্ন করেন, “তবে কি এই মামলায় অভিযুক্তের জামিন দিয়ে দেব?” অভিযোগ শুনানি শুরু হওয়ার দীর্ঘক্ষণ পরেও সিবিআই এর আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরিবর্তে সিবিআই তরফে এই শুনানিতে উপস্থিত ছিলেন একজন সহকারী তদন্তকারী আধিকারিক। সিবিআই এর পক্ষে আদালতে ওই আধিকারিক এর কিছু বলার অনুমোদন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ধৃত সঞ্জয় রায়ের আইনজীবী।

শুক্রবার শিয়ালদা আদালতে আরজিগর মামলার শুনানি শুরু হতেই সিবিআই এর পক্ষের আইনজীবীর খোঁজ করেন বিচারক। কিন্তু প্রথমে তাকে আদালত কক্ষে পাওয়া যায়নি। আদালতে উপস্থিত সিবিআইয়ের এক মহিলা আধিকারিক ওই সময় জানান তিনি এই মামলার সহকারী তদন্তকারী আধিকারিক। সিবিআই পক্ষে আইনজীবী কোথায় আছেন তা খোঁজ করে জানাচ্ছেন তিনি। তার এই বক্তব্যে বিরক্ত হন বিচারক।

এরপর ওই আইনজীবীর খোঁজে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান সিবিআইয়ের ওই আধিকারিক। কিছুক্ষণ পর আদালত কক্ষে ফিরে বিচারপতিকে তিনি জানান কিছুক্ষণের মধ্যেই আদালতে পৌঁছে যাবেন সিবিআই এর আইনজীবী। এই কথা শুনে বিরক্তির সুরে বিচারক বলেন “তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব? সাড়ে চারটে বাজছে, আইনজীবী আর কখন আসবেন? দেখুন কোথায় আছেন!” এই ঘটনার অন্তত ৪০ মিনিট পর দীপক পরিয়া নামে সিবিআইয়ের ওই আইনজীবী আদালতে পৌঁছান।

Related Articles