রাজ্যের খবর

ভেঙে পড়ল উত্তর সিকিমের সাঙ্গকালাং বেইলি ব্রিজ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Sangkalang Bailey Bridge in North Sikkim collapses, causing widespread panic in the area

Truth Of Bengal: বিপর্যয় কিছুতেই যেন পিছু ছাড়ছে না সিকিমের। মঙ্গলবার ভেঙে পড়ল উত্তর সিকিমের সাঙ্গকালাং বেইলি ব্রিজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।‌

জানা গিয়েছে এদিন ওই বেইলি ব্রিজ দিয়ে একটি গাড়ি পারাপার করছিল। ঠিক সেই সময় আচমকাই ব্রিজটি ভেঙে পড়ে এবং ওই গাড়িটি আটকে পড়ে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই। কিন্তু কিভাবে বেইলি ব্রিজটি ভেঙে পড়ল তা জানা যায়নি।

  নিজস্ব চিত্র

যদিও সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বেইলি ব্রিজ দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সকলকে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। অপরদিকে কি কারণে বেইলি ব্রিজটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Related Articles