রাজ্যের খবর
সন্দেশখালি স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিও প্রকাশ! ফের বিস্ফোরক গঙ্গাধর কয়াল! দেখুন আর কি বলছেন

The Truth Of Bengal: সন্দেশখালীর দ্বিতীয় ভিডিও ফাঁস। অর্থের বিনিময়ে মহিলাদের দিয়ে অভিনয় করানো হয়েছিল বলেই দাবী করছেন গাঙ্গাধর কয়াল। বিজেপি থেকে যে তাঁদের সমর্থন করা হয়েছিল তাও অর্থের বিনিময়ে তা কার্যত স্পষ্ট স্টিং অপারেশনের ভিডিওটিতে সঙ্গে এও দাবী করতে দেখা যায় প্রায় ৭২ জন মহিলাকে এই অভিনয়ের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
প্রথম ভিডিওয়ের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। সেখানে আবারও এই নতুন ভিডিও সামনে আসতেই আবারও নতুন বিতর্কে জরাল বঙ্গে বিজেপি। বিজেপির মন্ডল সভাপতির বক্তব্যে আবারও একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসায় এখন বিজেপি থেকে কি বলা হয় কিংবা রেখা পাত্র’রা কি বলেন তাঁর অপেক্ষায় রাজনৈতিক মহল।