সন্দীপদের সশরীরে আদালতে হাজির করাতে হবে, খারিজ ‘ভার্চুয়াল হাজিরা’র আবেদন
Sandeep has to appear in court in person, the application of 'virtual appearance' is dismissed

Truth Of Bengal : সন্দীপ ঘোষ-সহ চার জনকে সশরীরের আদালতে হাজির করাতে হবে, এমনই জানালেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক। সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষ-সহ চার জনকে নিজাম প্যালেস থেকে ‘ভার্চুয়াল’ মাধ্যমে হাজির করানোর আবেদন জানানো হয়েছিল। প্রথমে মৌখিক ভাবে এবং পরে লিখিত ভাবে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক।
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে আজ আলিপুর আদালতে হাজির করানো হবে। গত ১৬ ই আগস্ট থেকে সন্দীপকে আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় টানা জেরার মুখে পড়েছিল সন্দ্বীপ। তার মধ্যেই প্রকাশ্যে আসে আর্থিক অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগে ২ সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হয় আর যে কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে নাকি আরজি কর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম চলছে। তার মধ্যে রয়েছে মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়া এবং হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে নানান দুর্নীতি এছাড়াও আরো একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। আরজি করে প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলীর করা মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারের পর তাকে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা নিজেদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করেছেন। এই মামলায় নতুন কোন সূত্র পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। এছাড়াও আজ আদালতে সন্দীপকে হাজির করাবে সিবিআই। সেখানেই আলিপুর বিচারক সন্দ্বীপের এই ঘটনায় কি নির্দেশ দেন সেই দিকেই নজর সকলের।