পাচারের আগেই উদ্ধার শাল কাঠ, আটক একজন
Sal wood recovered before trafficking, one arrested

The Truth Of Bengal,জলপাইগুড়ি,সুব্রত রায়: আবারও বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, পাচারের আগেই উদ্ধার প্রায় ১৫ সিএফটি শাল কাঠ। রবিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ মাল থানার পুলিশ এই কাঠ পাচার রুখে দিয়েছে।
জানা গেছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারি থেকে পাচারের জন্য শাল কাঠ একটি ছোটো যাত্রীবাহী গাড়িতে করে ময়নাগুড়ি ব্লকের মৌলানি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় গোপন সূত্রে খবর পেয়ে রাজা চা বাগান সংলগ্ন এলাকায় মাল থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে। তখন রাত আনুমানিক দশটা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করা হয়। পুলিশকে দেখে গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়।
তবে একজনকে ধরে ফেলে পুলিশ। এরপর গাড়ি থেকে প্রায় ১৫ সিএফটি শাল কাঠ উদ্ধার করা হয়। আটক সেই যুবকের নিজেকে নূর ইসলাম বলে পরিচয় দিয়েছে। সে জানায়, ” দুরামারি থেকে কয়েকজন মৌলানিতে কাঠ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাকে শ্রমিক হিসেবে নিয়ে আসা হয়েছে। সবাই পালিয়ে গেছে।এই পাচারের সঙ্গে একটি বড় গ্যাং জড়িত রয়েছে।”এদিকে মাল থানার পুলিশ কাঠ ও গাড়ি সহ যুবককে মাল থানায় নিয়ে আসে। সেইসাথে এই পাচারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে।