চরমপন্থী আন্দোলনের পথে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর এসোসিয়েশন
Rural Development Contractors Association on the path to extremist movement

Truth Of Bengal: জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজ করে বকেয়া রয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। গত কয়েক বছর ধরে বিডিও, জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও টাকা পাওয়া যায়নি। তাই এবার চরমপন্থী আন্দোলনে নামা হবে।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর এসোসিয়েশনের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের সদস্যরা। এদিন লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে বৈঠক করেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের সদস্যরা। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তারা।
সাংবাদিক বৈঠক করে সংগঠনের জলপাইগুড়ি ইউনিট সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন,” গত কয়েক বছরে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন গ্ৰামীণ এলাকায় সিসি রাস্তা, কালভার্ট, আইসিডিএস সেন্টার, ড্রেন, গ্র্যাবেল রোড সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কিন্তু কাজ করেও সেই টাকা আমরা পাইনি। এরপর আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী উদয়ন গুহ, জেলাশাসক, বিডিও, পঞ্চায়েত দপ্তরে জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই আমাদের বকেয়া টাকা মেটায়নি। তাই এবার আমরা বাধ্য হয়ে নরমপন্থী থেকে চরমপন্থী আন্দোলনের দিকে এগোচ্ছি। বকেয়া প্রদানের দাবিতে আগামী ৮ই মে কলকাতার শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি করা হবে।”