মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ, গ্রেপ্তার ২ মহিলা
RPF stopped turtle smuggling in Malda

The Truth of Bengal: মালদহে কচ্ছপ পাচার রুখলো রেলওয়ে পুলিশ বাহিনী (আরপিএফ)। দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে পাঁচটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস থামার পর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন দুই মহিলা। তাদের জিজ্ঞাসাবাদ করে কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
ধৃত দুই মহিলা মিনাদেবী ও লাখোদেবী ভাগলপুরের বাসিন্দা। তারা সম্পর্কে দুই বোন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে তিনটি হল চিত্রা কচ্ছপ এবং দুটি হল গোখরা কচ্ছপ।
আরপিএফের অনুমান, সাহেবগঞ্জ থেকে কচ্ছপগুলি ট্রেনে তোলা হয়েছিল। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।
এ ঘটনায় মালদা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর সরকার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপগুলি উদ্ধার করি। দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কচ্ছপ পাচারের মামলা দায়ের করা হবে।”