রাজ্যের খবর

ছাগলের ‘টোপে’ প্রভাবিত হয়নি, আতঙ্ক ছড়িয়ে নিজের ডেরায় ফিরল দক্ষিণরায়

Royal Bengal Tiger Returned to Jungle

The Truth of Bengal: সব আয়োজন বৃথা গেল। ধরা দিল না ‘বাঘ মামা’। পাতা খাঁচায় তোপ হিসেবে ছাগল দিয়ে রাখা হলেও ‘প্রভাবিত’ হয়নি ‘দক্ষিণরায়’। তিনদিন অনেক আতঙ্ক ছড়িয়ে সোমবার সকালে নদী পেরিয়ে জঙ্গলে মিলিয়ে গেল বাঘ। বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য কম কসরত করতে হয়নি বনকর্মীদের। লোকালয়ে আসা আটকাতে আগেই মোটা জাল দিয়ে মুড়ে দেওয়া হয় এলাকায়। তবে নিজের ডেরায় ফিরে যাওয়ার আগে বনকর্মীদের দিকে তেড়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় পেয়ে গাছে উঠে পড়েন বনকর্মীরা। কিছুক্ষণ পর রাজকীয় মেজাজে জঙ্গলে ঢুকে পড়ে বাঘ।

শুক্রবার রাতে সুন্দরবনের আজমলমারি জঙ্গল থেকে নদী পেরিয়ে বাঘটি ঢুকে পড়ে কুলতলির মৈপীঠ এলাকায়। নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন স্থানীয়রা। এলাকার লোকজনও সতর্ক নজর রাখে। বাঘটির গতিবিধির ওপর নজর রাখতে রাত জেগে পাহারা দেওয়া হয়। রবিবার আবার বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। ফলে ঘুম পাড়ানি গুলি করে বাঘটিকে কাবু করতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ এলাকায় আনা হয়।

এলাকার জঙ্গলে লুকিয়ে থাকা বাঘটি সোমবার সকালে বনকর্মীদের দেখে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েন বনকর্মীরা। পাল্টা লাঠিসোটা নিয়ে তেড়ে যেতেই মাকড়ি নদীতে সাঁতার কেটে পালিয়ে যায় বাঘটি। আজমলমাড়ির জঙ্গলে মিলিয়ে যায়। বাঘটি নিজের ডেরায় ফিরে যেতেই স্বস্তিতে মৈপীঠ এলাকার বাসিন্দারা। বাঘটি জঙ্গলে ফিরে গেলেও এলাকায় সতর্ক নজর রাখছেন বনকর্মীরা।

 

Related Articles