রাজ্যের খবর

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত ২

Road accident on national highway, 2 dead

Truth Of Bengal: বাইকের সাথে গাড়ির সংঘর্ষ। বুধবার ঘটনাটি ঘটে, ঝাড়গ্রামে। জানা যায়, এদিন ৬ নম্বর জাতীয় সড়কে একদিক থেকে একটি ট্রাক আসছিল। সাথে উল্টোদিক থেকে একটি বাইকও আসছিল। এরপর আচমকাই লোধাশুলী ৬ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের উপরে ট্রাকের সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

এই ঘটনা দেখে সাথে সাথে ছুটে আসেন এলাকাবাসীরা। এরপর তারা খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির এসে পৌঁছায়। এরপর তারা ওই এলাকায় পৌঁছে দুজনকে উদ্ধার করে। তারা ওই দুটি মৃতদেহকে তারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

আরও জানা যায়, এদিন ৬ নম্বর জাতীয় সড়কের লোধাসুলি থেকে চন্দ্রী যাচ্ছিল বাইকটি। যার মধ্যে দুজন আরোহী ছিল। তবে এই ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও জানা যায়নি। তাই সম্পূর্ণ ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। বুধবার ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয়। খবর পেয়েই পুলিশ মৃতদেহ উদ্ধার করে আশে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related Articles