জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত ১ সহ আহত ১
Road accident on national highway, 1 dead, 1 injured

Truth Of Bengal: জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। বুধবার সকাল ১০ টা নাগাদ ডানকুনির বর্ধমানগামী রাস্তার ধারে ফাস্ট্যাগ বিক্রি করছিলেন এক যুবক। সেই সাথে গাড়িতে ফাস্ট্যাগ লাগাতে দাঁড়িয়ে ছিলেন এক ছোট হাতির চালক।
ঠিক সেই সময় কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে একটি গাড়ি আসছিল। তীব্র গতিতে আসতে থাকা ওই গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই ছোট হাতি গাড়িটিকে। যার জেরে উল্টে যায় ওই গাড়িটি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাস্ট্যাগ বিক্রেতা ওই যুবকের। এই ঘটনা দেখে স্থানীয়েরা ছুটে আসে। তারা এই ঘটনা দেখে সাথে সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। সাথে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ও তাকে শ্রীরামপুর হাসপাতাল পাঠানো হয়।
এরপর ওই এলাকায় পুলিশ এসে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে তারা ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার তদন্তে জানা যায়, আহত ওই চালকের নাম তপন সরদার। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও ওই গাড়ির চালক পলাতক।