রাজ্যের খবর

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু এক মহিলার

Road accident on national highway

The Truth of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে  গোসালা মোড় সংলগ্ন ৩১ ডি নম্বর জাতীয় সড়কে। মহিলার নাম বিনীতা রায়( ৫৩)। তিনি পাহারপুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,  বিনিতা  রায়, পরিচারিকার কাজের সাথে যুক্ত ছিলেন। এদিন সকাল ১০ টা নাগাদ শহরের মাসকলাই বাড়ি এলাকায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন। পথে নির্মীয়মাণ হাইকোর্টের সামনে জাতীয় সড়কে পেছন থেকে গাড়ি ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত মহিলার ভাই জগবন্ধু রায় জানান, স্বামীর মৃত্যুর পর, তার দিদি একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাত। এদিন কাজের উদ্দেশ্যেই রওনা হয়েছিলো। পথেই এই দুর্ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শী হরেকৃষ্ণ তন্ত্র বলেন, মহিলাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে।

Related Articles