
The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে ৩১ নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম পার্থপ্রতিম ভট্টাচার্য(৪০)। সে শিলিগুড়ির গেট বাজার এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে যে ওই যুবক ৩১ নং জাতীয় সড়ক পারাপার করছিল। ঠিক সেই সময় কোন একটি গাড়ি ধাক্কা মারে। এবং গুরত্বর আহত হয়। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। অন্যদিকে, ঘটনাটি পরিবারকে জানানো হলে শোকের ছাঁয়া নেমে আসে।
Free Access