রাজ্যের খবর

ভয়াবহ পথ দুর্ঘটনা নদীয়ায়, ঘটনাস্থলে মৃত্যু ২ জনের

Road accident

The Truth of Bengal: নদীয়ায় আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার ভেঙে দাঁড়িয়ে থাকা একাধিক মানুষকে পিষে দিয়ে নয়নজুলিতে পাল্টি খেলো একটি ম্যাটাডোর গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি ও এক মহিলার। যদিও গুরুতর আহত হয় বেশ কয়েকজন। ঘটনায় উত্তেজনা গোটা এলাকায়। ঘটনাটি শুক্রবার বিকেলে নদিয়ার ফুলিয়ার চটকা তলা এলাকার জাতীয় সড়কে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ম্যাটাডোর গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই ফুলিয়ার বাসস্ট্যান্ড ৩৪ নম্বর জাতীয় সড়কের ফ্লাই ওভারের শেষ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশেই দাঁড়িয়েছিল বেশ কয়েকজন মানুষ। জানাযায় গাড়িটি তাদের উপর দিয়েই চলে গিয়ে প্রায় ১০০ মিটার দূরত্বে একটি নয়নজুলিতে গিয়ে পড়ে।

ঘটনাস্থলে ছুটে আসে এলাকার স্থানীয় মানুষজন, খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মৃত ব্যক্তি ও মহিলাকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আহত ব্যক্তিদের পাঠানো হয় নদীয়ার রানাঘাট সরকারি হাসপাতালে। তবে মৃত ব্যক্তি ও মৃত মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের ধারণা গাড়িচালকের মৃত্যু হয়েছে। তবে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা বসবাসকারীরা। অন্যদিকে গোটা দুর্ঘটনার ঘটনা খতিও জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles