হাওড়ায় ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনার বলি তিন, দুটি ঘটনাতেই হেলমেটহীন আরোহীরা
Howrah accident

The Truth of Bengal: হেলমেট ছাড়া মোটরবাইক চালালে হতে পারে মৃত্যু। পুলিশের তরফে বারবার সচেতনতার বার্তা ছড়ালেও তা যে কানে তুলছে না একাংশ, তারই নজির মিলছে পথে ঘাটে। অষ্টমীর রাতে কয়েকজন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন হাওড়ার শিবপুরের মন্দিরতলার যুবতী তনুপর্ণা দাস (২২)। তিনি তার বন্ধুর বাইকের পিছনে বসেছিলেন। দুজনের মাথাতেই হেলমেট ছিল না। অন্য বাইকে ছিল তাদের অন্য বন্ধুরা।
সোমবার ভোররাতে বাইকটি যখন কোনা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি থেকে নিবরার দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। মোটরবাইকটি চূড়ান্ত গতিতে থাকার দরুণ, তনুপর্ণা বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায়। সেই সময় পিছন থেকে একটি লরি এসে তাকে পিষে দেয়। জগাছা থানার পুলিশ যুবতীকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মোটরবাইক চালক তনুপর্ণার বন্ধু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। সোমবার ভোরেই পুলিশের তরফে তনুপর্ণার বাড়িতে দুর্ঘটনার খবর দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ঘাতক লরির খোঁজ চালানো হচ্ছে।
অন্যদিকে, চুনাভাটি মোড়ের সত্যেন বোস রোড এলাকায় একটি বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হটয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, নিহত দুই যুবকের বাড়ি নাজিরগঞ্জ নেপালি পাড়া এলাকায়। মৃতদেহ দুটিকে উদ্ধার করে নাজিরগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।